দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে আরেক ট্রাকের ধাক্কায় ড্রাইভার শিলন মিয়া(৪০) ও হেলপার সাইফুল ইসলাম(২২) নিহত হয়েছেন।
সোমবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৩টায় পৌরসভার আজাদমোড় আঞ্চলিক মহাসড়কের জমিলাপুর এলাকায় এদূর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক ড্রাইভার শিলন মোঃ সিরাজ শেখের ছেলে এবং হেলপার সাইফুল আঃ রাজ্জাক এর ছেলে।তার দু’জন বাশআরা কুমারখালির কুষ্টিয়ার।
জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পাথর বোঝায় একটি ট্রাক (কুষ্টিয়া ট-১১-২০৯৭) দিনাজপুর দিয়ে ঢাকায় যাচ্ছিল।সেসময় ঘোড়াঘাট পৌরএলাকার আজাদমোড় জমিলাপুর এলাকায় আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়ায়ে থাকা বালু বোঝায় একটি দশ চাকার ট্রাক (বগুড়া ট-১১-১৯২৩) এর পিছনে পাথর বোঝায় ট্রাকটি সজোরে ধাক্কা দিলে চাকলের আসনে বসে থাকা পাথর বোঝায় ট্রাকের হেলপার দরজা দিয়ে রাস্তায় পড়ে গিয়ে নিজ গাড়ির সামনের চাকার নিচে পড়ে মাথা থেতলে যায় এবং ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।পরে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে সহযোগীতায় হেলপারের আসনে বসে থাকা ড্রাইভার কে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে মৃত শিলন এর চাচা লাশ সনাক্ত করলে ড্রাইভার ও হেলপারের বিষয়টি নিশ্চিত হয়।
এব্যাপারে উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃমনিরুজ্জামান মুরাদ বলেন,ঘটনাস্থলাই একজনের মৃত্যু হয়েছে এবং ঘটনাস্থল থেকে মুমূর্ষ অবস্থায় ফায়ার সার্ভিসের লোকজন আরও একজন কে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসার পথে তারও মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান,ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত ট্রাকের হেলপারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং আহত অবস্থায় উদ্ধার করা ড্রাইভারকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরে ওই লাশটি ও থানায় নিয়ে আসা হয়েছে।তাদের পরিবার কে খবর দেওয়া হয়েছে।পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে