নেত্রকোনা জেলার দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে কহিনুর (২৫) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন।
গত রবিবার(২৮ নভেম্বর) দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের দক্ষিন পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত কুহিনুর ঐ গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়,রবিবার বিকেলের দিকে কুহিনুর বেগমের ঝুলন্ত দেহ বসত ঘরের ধরনার সাথে ঝুলন্ত অবস্তায় দেখতে পায় নিহতের জা ঝর্ণা আক্তার।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গলায় ওড়না পেচানো অবস্তায় নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে এমন টি ঘটেছে বলে স্থানীয়রা ধারনা করছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।