সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় হাওর বাঁচাও আন্দোলন কমিটির উদ্দ্যেগে উপজেলার হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহন না করা ও গণশুনানির মাধ্যমে প্রকৃত কৃষকদের সম্পৃক্ত করে পিআইসি কমিটি গঠন করে সঠিক সময়ে কাজ শুরু করার দাবিতে,১লা ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় মধ্যনগর বিশেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে দ্বিতীয় অধিবেশনে মধ্যনগর উপজেলা কমিটির আহ্বায়ক আলহাজ্ব জহিরুল ইসলাম এর সভাপতিত্বে হাওর বাঁচাও আন্দোলন মধ্যনগর উপজেলা কমিটির ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ সভাপতি মোঃ আলী হায়দার, সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন,মধ্যনগর উপজেলা কমিটির আহ্বায়ক আলহাজ্ব জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক গোপেশ সরকার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন, ধর্মপাশা উপজেলা সদস্য সচিব চয়নকান্তি দাস, আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কুতুবউদ্দিন তালুকদার, মৎস্যজীবি লীগের আহবায়ক রুহুল আমিন খান, সাংবাদিক এম এ মান্নান, আঃ আউয়াল, উপানন্দ সরকার প্রমুখ।
তৃতীয় অধিবেশনে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় এতে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুল ইসলাম ও আলাউদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে ।