গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধান/
'শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা' প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে তথ্য আপা প্রকল্পের বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. সাফি উদ্দিন আহম্মদ।
২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকালে স্থানীয় ফিরোজ মিয়া সরকারি কলেজের উত্তরা হলরুমে জাতীয় মহিলা সংস্থা,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিরোজ মিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ আহম্মদ উল্লাহ খন্দকার, সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ প্রমুখ।
বিশেষ উঠান বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সারমিন আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে ভূমি মন্ত্রণালয়ের কার্য নির্বাহী সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল)সংরক্ষিত মহিলার আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ বলেন, ‘বর্তমান সরকার নারীদের উন্নয়ন এবং ক্ষমতায়নে ব্যাপক পদক্ষেপ নিয়েছে। মোবাইলের মাধ্যমে হাতের মুঠোয় এখন সকল সরকারি সেবা পাওয়া যাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। তবে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলেই হবে না। জনগণেরও কিছু দায়িত্ব আছে। জিনিসপত্রের দাম বাড়লে সবাই সরকারকে দোষারোপ করে। কিন্তু সবাই বাজার থেকে কিনে খেতে চাইলে জিনিসপত্রের দাম বাড়বেই। এজন্য কৃষি উৎপাদন বাড়াতে হবে। মা-বোনেরা বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতেও অবদান রাখতে পারে। সবাই যার যার অবস্থান থেকে কাজ করলে তাহলেই দেশটা সোনার বাংলায় রূপান্তরিত হবে