সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যদায় উদযাপনের লক্ষে এ প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৬ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে সুশীল সমাজ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যাক্তিবর্গের উপস্থিতিতে,মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক নাজমুল,মধ্যনগর বি পি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরনবী তালুকদার, মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্জিব রঞ্জন তালুকদার টিটু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন তালুকদার,সাবেক যুগ্ম আহ্বায়ক কুতুবউদ্দিন তালুকদার, মধ্যনগর প্রসক্লাবের প্রতিষ্ঠতা সভাপতি
সাংবাদিক এম এ মান্নান, মৎস্যজীবি লীগের আহবায়ক রুহুল আমিন খান, যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, বীর মুক্তিযুদ্ধা নূরুল ইসলাম,শিক্ষক শামীউল কিবরিয়া, মহিষখলা, মোহনপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সহ আরও অনেকেই।