প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৩, ১১:২৯ পি.এম
কিশোরগঞ্জের ভৈরবে ডিবি পুলিশ কর্তৃক ০৩ (তিন) কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার।

আব্দুর রউফ ভূঁইয়া ব্যুরো প্রধান কিশোরগঞ্জ ।
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কমলপুর থেকে আবদুল্লাহ (৩০) নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ (৩০) ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার অষ্টগ্রাম এলাকার মৃত তাহের মিয়ার ছেলে।
পুলিশ জানায় কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নি) মোঃ জামিরুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় বুধবার ২৫ অক্টোবর বিকাল ০৪.১৫ মিনিটের সময় ভৈরব থানাধীন কমলপুর সাকিনস্থ উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ (৩০) কে গ্রেফতার করে এবং তার হেফাজতে থাকা সর্বমোট ০৩(তিন) কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধার করে বিকাল ০৩.৩০ মিনিটের সময় জব্দ তালিকামূলে জব্দ করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন