সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের শরীয়তপুর গ্রামের উত্তরপাশে থাকা সুরমা নদীর মোহনা থেকে ভাসমান অবস্থায় নিয়ামুল মিয়া (২০) নামের এক রাজমিস্ত্রীর লাশ সোমবার দুপুরে উদ্ধার করেছেন এলাকাবাসী।গত শনিবার সকাল আটটার দিকে নিজ গ্রামের পূর্বপাশে থাকা বৌলাই নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। তিনি উপজেলার শরীয়তপুর গ্রামের রাজমিস্ত্রি আবদুল আজিজের ছেলে।
ধর্মপাশা থানার এসআই সোহেল মাহমুদ বলেন, ওই তরুণ মৃগী রোগে ভুগছিলেন বলে তার পরিবারের সদস্যরা জাানিয়েছন। সোমবার বেলা দুইটার দিকে উপজেলার শরীয়তপুর গ্রামের উত্তরপাশে থাকা সুরমা নদীর মোহনা থেকে ভাসমান অবস্থায় ওই তরুণের লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী।