১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ গণমিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করে। সভা শুরু করার আগে উপজেলা পরিষদ চত্বরে থাকা বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (
ইউএনও) দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান এই সভায় সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্ত্যব্য রাখেন ,বীর মুক্তিযোদ্ধা এ টি এম নাজিম উদ্দিন আল আজাদ, বীর মুক্তিযোদ্ধা সুলতান মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব,উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস প্রমুখ।