রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি;
নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে আদালত পাড়া থেকে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
আদালতের বিচারক সিনিয়র সহকারী জজ সোলায়মান কবীর সিসিটিভি ক্যামেরায় ওই দুই যুবককে মোটরসাইকেল যোগে এসে দেশীয় অস্ত্র হাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। পরে তিনি দুর্গাপুর থানায় বিষয়টি জানালে পুলিশ তাঁদের আটক করে।
আটককৃতরা হলেন: জেলার দুর্গাপুর উপজেলার নলজোড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে রাজন (৩৯) এবং একই এলাকার মাসুদ মিয়ার ছেলে শুভ হাসান (১৯)।
দুর্গাপুর থানার উপপরিদর্শক মো. খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্গাপুর থানার পুলিশ ও মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদারের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের এক অভিযোগের শুনানি ও সাক্ষ্য চলাকালে আদালতের বিচারক সিনিয়র সহকারী জজ সোলায়মান কবীর সিসিটিভি ক্যামেরায় দুই যুবককে মোটরসাইকেল আদালত চত্বরে এসে দেশীয় অস্ত্র হাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন।
বিষয়টি তিনি থানায় জানালে দুর্গাপুর থানার এসআই মো. খায়রুল ইসলাম ঘটনাস্থল থেকে ওই দুই যুবককে আটক করেন। এ সময় তাদের তল্লাশি করে তিন ফুট চার ইঞ্চি লম্বা দা'সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মঙ্গলবার রাতে দুর্গাপুর চৌকি আদালতের এস আই খাইরুল ইসলাম বাদী হয়ে ১৮৭৮ সনের অস্ত্র আইন (সংশোধনী/২০০২) এর ১৯ (ক) ধারায় দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং- ১৮।
মামলার বাদী দুর্গাপুর থানার উপপরিদর্শক মো. খায়রুল ইসলাম বলেন, আসামিরা উপস্থিত সাক্ষীদের ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে ঘোরাফেরা করতে থাকেন। পরে তাদের আটক করে তাদরর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দুর্গাপুর থানার (ওসি) তদন্ত নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালত প্রাঙ্গণ থেকে দেশীয় অস্ত্রসহ দুজনকে আটকের পর কোর্ট-পুলিশ আসামিদের থানায় হস্তান্তর করে। পরে তাদেরকে আদালতের প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।