ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় ২০০ (দুইশত) বস্তা, ১০,০০০ (দশ হাজার) কেজি আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি সহ ১০ (দশ) জন চোরা কারবারি গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মোঃ আলীম উদ্দিন, এসআই (নিঃ)/রফিজুল মিয়া, এএসআই(নিঃ)/মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইং ১৩/০১/২০২৪ তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকায় মধ্যনগর থানাধীন ২নং বংশীকুন্ডা দক্ষিন ইউপি অন্তর্গত হামিদপুর সাকিনস্থ হামিপুর চৌরাস্তায় পাকা রাস্তার উপর হইতে ১। মোঃ জমির হোসেন (২৪), পিতা-মৃত মোঃ চন্দু মিয়া, সাং-আমানিপুর, ২। আনোয়ার হোসেন (২৪), পিতা-মোঃ আব্দুল আলী, সাং-সাউদপাড়া, ১নং বংশীকুন্ডা উত্তর ইউপি, ৩। জিয়াউর রহমান (২৪), পিতা-মোঃ সাজু মিয়া, সাং-দাতিয়া পাড়া, ২নং বংশীকুন্ডা দক্ষিন ইউপি, ৪। মোঃ সাধীন মিয়া (২৩), পিতা-মৃত মোঃ আব্দুল ছাত্তার, সাং-সাউদপাড়া, ১নং বংশীকুন্ডা উত্তর ইউপি, ৫। আব্দুর রাজ্জাক (২৪), পিতা-গিয়াস উদ্দিন, সাং-কালগড়, ১নং বংশীকুন্ডা উত্তর ইউপি, ৬। রতন মিয়া(৩০), পিতা-মৃত রশিদ আলী, সাং-কালাগড়, ১নং বংশীকুন্ডা উত্তর ইউপি, সর্ব থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জ ৭। হিরা মিয়া (২৮), পিতা-মৃত আব্দুর গফুর, সাং-কালাগাও থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ, ৮। মোঃ রুবেল মিয়া(২৪), পিতা-মৃত ওমর আলী, সাং-দাতিয়া পাড়া, ২নং বংশীকুন্ডা দক্ষিন ইউপি, ৯। আতাবুর রহমান (১৯), পিতা-মোঃ রাশিদ মিয়া, সাং-আমানিপুর, ২নং বংশীকুন্ডা দক্ষিন ইউপি, ১০। পরিতোষ তালুকদার(১৯), পিতা-মনোরঞ্জন তালুকদার, সাং-দক্ষিন উড়া, উভয় ২নং বংশীকুন্ডা দক্ষিন ইউপি, সর্ব থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জদের হেফাজতে হইতে ০৬টি পুরাতন ০৪ (চার) চাকা বিশিষ্ট হ্যান্ড ট্রলি হইতে মোট ২০০ (দুইশত) বস্তা, ১০ (দশ) হাজার কেজি মোট ২০০ বস্তা ভারতীয় চিনির মোট মূল্য (৪৫০০ঢ২০০)= ৯,০০,০০০(নয় লক্ষ) টাকা। আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে মধ্যনগর থানার মামলা নং-০২, তারিখ-১৩/০১/২০২৪ ইং ধারা-25B(1)(b)/25D The Special power Act,1974 রুজু করিয়া আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।