রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি;
নেত্রকোনার পূর্বধলা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. হাদিউল ইসলামের বিরুদ্ধে নামজারি বা জমা খারিজ না মঞ্জুরের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে।
পূর্বধলা উপজেলা ভূমি সহকারী কমিশনার (এসিল্যান্ড) বরাবর মঙ্গলবার এমন অভিযোগ আনেন উপজেলার বন্দেরপাড়া (খলিশাউড়) গ্রামের ফজলুল হকের ছেলে মোশায়েত হোসেন রিপন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারীর বড় ভাই ময়মনসিংহ মেডিকেল কলেজ অধ্যাপক ডা. মো. আসাদুজ্জামান রতন গত ২০২৩ সালের ১৬ জানুয়ারি খলিশাউড় মৌজায় জমি খতিয়ান নম্বর-৭৯১ এর (৫৫৭১ নম্বর দাগে) ৪২ শতাংশ জমি (৩০১ নম্বর) দলিলমূলে ক্রয় করেন।
অনলাইনে জমিটির জমা খারিজের জন্য আবেদন করা হয়। মোকাদ্দমা নম্বর-৩১৯৫ (৯-১) ২০২৩-২৪ আবেদনটি ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রস্তাবনা পাঠানোর পর সার্ভেয়ার মো. হাদিউল ইসলাম মুঠোফোনে অভিযোগকারী মোশায়েত হোসেন রিপনকে দেখা করতে বলেন। সার্ভেয়ারের কথামতো মোশায়েত হোসেন রিপন দেখা করলে সার্ভেয়ার জানান, ওই দাগে খাস জমি রয়েছে এবং এর অনুকূলে প্রতিবেদনের জন্য ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে আবেদনটি বাতিল হয়ে যাবে ও জীবনেও জমিটি খারিজ হবে না বলে অভিযোগকারীকে হুমকি দেন।
সার্ভেয়ার মো. হাদিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। পরে অভিযোগকারীর পরিচয় দিলে তিনি তাকে চিনতে অস্বীকার করেন এবং অভিযোগের বিষয়টি সঠিক নয় বলেও জানান তিনি।
পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার বলেন, বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। ঘটনার সত্যতা পেলে সার্ভেয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।