প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ১০:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৪, ৮:১৮ পি.এম
মধ্যনগরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের সাভারীপাড়া হতে ৬৫ পিস ইয়াবাসহ শনিবার রাত সাড়ে দশটায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ ।
গ্রেফতারকৃত প্রনয়ন তালুকদার (৩৫) উপজেলার সাভারীপাড়া গ্রামের প্রবোধ তালুকদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০:৩০ মিনিটে চামারদানী ইউপির একতা উচ্চ বিদ্যালয়ের পশ্চিমপাশ হতে প্রনয়ন তালুকদারকে ৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য উনিশ হাজার পাঁচশত টাকা।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, আজ রবিবার গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমরান হোসেন বলেন, আমাদের এই অভিযান চলমান থাকবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন