জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত রেখেছে উচ্চ আদালতের আপিল বিভাগ <
২০২৩ সালের ১৪ জুন বকশীগঞ্জের পাটহাটিতে গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করে একদল সন্ত্রাসী , পরদিন সাংবাদিক গোলাম রাব্বানী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
১৭ জুন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মামলা করেন। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ সকলের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ২০>২৫ জনকে আসামি করা হয়। পরে বাবুসহ ১৭ আসামিকে গ্রেপ্তার করে বকশীগঞ্জ থানা পুলিশ।
ওই বছরের ২৭ অগাস্ট মাহমুদুল আলম বাবুসহ ছয় আসামির জামিন নাকচ করেন জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুলতান মাহমুদ>
পরে উচ্চ আদালতের বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী> ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে ৬ মাসের জামিন দেন।
পরবর্তীতে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত উচ্চ আদালতের দেওয়া জামিন স্থগিত করে দেয়। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করার নির্দেশ দেয়।
সেই লিভ টু আপিলের নিষ্পত্তি করে আপিল বিভাগ, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর জামিন আবারো স্থগিত বহাল রাখলো