নভেল চৌধুরী, রংপুর প্রতিনিধি:
রংপুরে ঘন ঘন শিল্প ও বাণিজ্যমেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ ব্যবসায়ীরা। রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে নগরীর নবাবগঞ্জ বাজার প্রাঙ্গনে সাধারণ ব্যবসায়ীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর লিটন পারভেজ, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, মহানগরের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি মফিজার রহমান চাঁন, সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুলসহ সালেক মার্কেট, জামাল মার্কেট, জাহাজ কোম্পানী শপিং কমপ্লেক্সসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা।
বক্তারা বলেন, বাণিজ্যিক এলাকায় ঘন ঘন মেলার কারণে ব্যবসায় মন্দা চলছে। মেলায় নিম্ন মানের পণ্য বিক্রির মাধ্যমে ক্রেতাদের সাথে প্রতারণা করা হচ্ছে। গেল বছর দেশে জাতীয় নির্বাচন, রাজনৈতিক অস্থিরতার কারনে ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। ফলে ঋণ নিয়ে ব্যবসা করা অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান চালাতে পারছে না। এর উপর দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে ব্যবসায়ী ও কর্মচারীদের। নগরীতে নতুন করে মেলা হলে ব্যবসায়ীরা পথে বসে যাবে। অপরদিকে রংপুরে কোন শিল্প প্রতিষ্ঠান না থাকলেও শিল্প ও বাণিজ্য মেলার নাম করে ঘনঘন মেলা করা হচ্ছে।
জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক লিটন পারভেজ বলেন, একটি জেলায় বছরে দু-তিন বার মেলা হওয়ায় সাধারণ ব্যবসায়ীরা চরম ক্ষতির শিকার হচ্ছেন। এতে করে সরকারও তাদের রাজস্ব হারাচ্ছেন।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুর ব্যবসায়ীদের শহর, আমরা আশা করছি আমাদের ন্যায্য দাবী জেলা প্রশাসকসহ উর্ধ্বতন কর্তৃপক্ষ মেনে নেবে এবং সাধারণ ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে আসবে। এরপর ব্যবসায়ীদের একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।