সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর এই দুটি উপজেলায় হাওরের বোরো ফসলরক্ষায় বাঁধ পুননির্মাণ ও মেরামত কাজ শুরু করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ধর্মপাশা উপজেলার ধানকুনিয়া হাওরের একটি ফসলরক্ষা বাঁধে অ্যাক্সেভেটর দিয়ে মাটি ফেলে বাঁধ পুননির্মাণ ও মেরামত কাজের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ধর্মপাশা উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও অলিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব,উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম,সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম,সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি ও হাওরের ফসলরক্ষা বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটি ১ নাম্বার ( পিআইসির) সভাপতি রফিকুল বারী চৌধুরী বাচ্ছু প্রমুখ।
অপরদিকে একই দিন বিকেল চারটার দিকে মধ্যনগর উপজেলার ঘোড়াডোবা হাওরের একটি ফসলরক্ষা বাঁধে অ্যাক্সেভেটর দিয়ে মাটি ফেলে প্রধান অতিথি হিসেবে এই বাঁধ পুননির্মাণ ও মেরমত কাজ উদ্বোধন করেন নবগঠিত মধ্যনগর উপজেলার ইউএনও নাহিদ হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন, মধ্যনগর থানার ওসি মো.জাহিদুল হক, মধ্যনগর ইউপি চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটু, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্ববায়ক কুতুব উদ্দিন তালুকদার, মোবারক হোসেন তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ,উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির সদস্য সচিব সানু আহমেদ.পিআইসির সভাপতি অব্রত চৌধুরী প্রমুখ।
মধ্যনগরের ইউএন নাহিদ হাসান খান ও ধর্মপাশার ভারপ্রাপ্ত ইউএনও অলিদুজ্জামান বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ শেষ করার জন্য আমাদের সর্বরকম প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে।