নওগাঁয় পারিবারিক দন্দের জেরধরে এক গৃহবধূর আত্মহত্যার চেষ্টা-খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে ঘড়ের দরজা কেটে উদ্ধার করলো ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সন্ধার পর এ ঘটনাটি ঘটেছে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌর সভার ৩ নং ওয়ার্ডে।
পত্নীতলা ফায়ার সার্ভিস অফিস ও স্থানিয় সুত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌর সভার ৩ নং ওয়ার্ডের আলহেরাপাড়া এলাকায় জৈনক রেজাউল করিম বেলালের বাসার ভাড়াটিয়ার পারিবারিক ''দাম্পত্য'' বিবাদের জেরধরে রানু আক্তার (২৯) নামের এক গৃহবধূ শয়ন ঘরের দরজা ভেতর থেকে লাগিয়ে দিয়ে ঘরের ভেতর গলায় ফাঁস দেওয়ার সময় পড়ে গিয়ে আহত হয়। ঘটনাটি জানতে পেরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে দ্রুত থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে ঘরের দরজা কেটে গৃহবধূকে উদ্ধার উদ্ধার পূর্বক পত্নীতলা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। আত্নহত্যার চেষ্টাকারি গৃহবধূ পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। উদ্ধারের সত্যতা নিশ্চিত করে পত্নীতলা ফায়ার সার্ভিস স্টেশন এর ইনচার্জ ওয়েব্যার হাউজ ইন্সেপেকটর রায়হান ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে দরজা কেটে তাকে উদ্ধার করি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে দাম্পত্য কলহের ''বিবাদের'' জেরধরে তিনি আত্নহত্যার চেষ্টা করে থাকতে পারেন, তিনি সুস্থ্য হলে সঠিক তথ্য বলতে পারবেন।