সশ্রদ্ধ চিত্তে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের ও সম্ভ্রম হারানো মা বোনের সম্মানার্থে নবগঠিত মাদারীপুরের ডাসার উপজেলার প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হল মহান বিজয় দিবস-১৬ ডিসেম্বর ২০২২.
রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্যেদিয়ে বিজয় দিবসের কর্মসুচি শুরু করা হয়।
সূযোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও স্বাধীনতা স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধার্থে পুস্পস্তবক অর্পন করেন।
প্রথমে মাদারীপুর-৩ আসনের সংসদ ড. আবদুস সোবহান গোলাপ ও সংরক্ষিত মহিলা আসন ৩৪১ তাহমিনা বেগম এর পক্ষে পুস্পস্তবক অর্পন করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন।
পরে ডাসার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন,ডাসার থানার পক্ষ থেকে ওসি মোঃ হাসানুজ্জামান, ডাসার উপজেলার বীর মুক্তিযোদ্ধা সংসদ,সরকারি শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা,ডি.কে.আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ ড. খন্দকার মোহাম্মদ সোহেল, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দূর্লভ আনন্দ বাড়ৈ,প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক গন, দলীয় নেতাকর্মিদের নিয়ে ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন, ডাসার উপজেলা বিএনপির নেতাকর্মি নিয়ে মাস্টার আলাউদ্দিন তালুকদারও ডাসার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক গন পুস্পস্তবক অর্পন করেন।
এসময় সাদা পায়রা অবমুক্তকরন,বীর মুক্তিযোদ্ধা,পুলিশ,আনসার-ভিডিপি,বিএনসিসি,রোভার স্কাউট,গার্ল গাইড,কাবদল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদেও কুচকাওয়াজ, ডিসপ্লে ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সে সময় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।
পরে দেশও জাতির শান্তি,সমৃদ্ধিওঅগ্রগতি ও বাংরাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডাসার উপজেলার প্রতিষ্ঠাতা সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এর সুস্থ্যতাও দীর্ঘয়ু কামনায় মোনাজাত করা হয়।