মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। হাজার হাজার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
শুক্রবার সূর্যদয়ের সাথে সাথে নওগাঁ শহরের মশরপুর বাইপাস মোড়ে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।
প্রথমে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জনকে সাথে নিয়ে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। পরে একে একে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামীলীগ, জেলা পরিষদ, সিভিল সার্জনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও সকাল ৯টায় নওগাঁ স্টেডিয়ামে স্বেচ্ছায় রক্তদান, কুচকাওয়াজ, সালাম গ্রহণ ও প্রদর্শনীর আয়োজন করেছে জেলা প্রশাসন।
এদিকে, জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টারদিকে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিজয় র্যালি বের করে নওগাঁ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। আলোচনা সভায় সভাপতিত্বে করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক। আলোচনা সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মুজমদার, সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জনসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা ও র্যালিতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণের সমাবেশ ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।