সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু করা হয়। শুক্রবার সকাল সাড়ে ছয়টায় ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ ও থানা পুলিশ, পরে একে একে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
আওয়ামীলীগের দুই অংশের নেতা কর্মীরা এবং উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকেও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়,সকাল আটটায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সমাবেশসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, ধর্মপাশা উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও অলিদুজ্জামান, ধর্মপাশা সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃআলী ফরিদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড আব্দুল হাই তালুকদার, সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস,যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ মুরাদ,মোকারম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব,উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন, সাংবাদিক গন।
পরে জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবসের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী ও ক্রীড়া অনুষ্ঠান হয়।এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।পরে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।