সুনামগঞ্জ জেলার নবগঠিত মধ্যনগর উপজেলায় প্রথম বারের মতো উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
বিজয় দিবসে সুর্যোদয়ের সাথে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন, ৩১বার তোপধ্বনিতে ফুলের তুড়া অর্পণ করে উপজেলা প্রশাসন, মধ্যনগর থানা,স্থানীয়সরকার, প্রেসক্লাব, আওয়ামীলীগ, বঙ্গবন্ধুফাউন্ডেশন, যুবলীগ, ছাত্রলীগ, মৎসজীবিলীগ সহ অঙ্গসহযোগী সংগঠন ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান।
সকালে মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে সম্মেলিত জাতীয় সঙ্গীতপরিবেশন,পতাকা উত্তোলন, শান্তির পতীক পায়রা উড়ানো, কুচকাওয়াজ প্রদর্শন শেষে মধ্যনগর বিপির শিক্ষার্থীদের অভিনয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রদর্শনী এবং বীরমুক্তি যোদ্ধাগনদের সংবর্ধনা সহ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
বিজয় দিবস অনুষ্ঠানের মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খানের সভাপতিত্ব ও প্রভাষক পুর্ণিমা রায় চৌধুরী ও শামিউল কিবরিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, মধ্যনগর থানার ওসি জাহিদুল হক, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, চেয়ারম্যান সঞ্জীব তালুকদার টিটু, সাবেক আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক মোবারক হোসেন তালুকদার প্রমুখ। বিকেলে মুক্তিযোদ্ধা একাদশ বনাম উপজেলা প্রশাসনের একাদশের মধ্যে ফুটবল টুনার্মেন্ট এবং সন্ধ্যায় বিজয়ী আলোচনাসভা ও সাংস্কৃতিক তানুষ্ঠান অনুষ্ঠিত হবে