প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ৪:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৪, ১১:০৬ পি.এম
ময়মনসিংহে মাদক নির্মূলে অবদান রাখায় ডিবি পুলিশ পুরস্কৃত

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ।
মাদক নির্মূলে যারা দিনরাত পরিশ্রম করে চলেছেন তাদের নিরুৎসাহিত করলেন না ময়মনসিংহ রেঞ্জের জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। মাদক নির্মূলে অবদান রাখায় জেলা গোয়েন্দা শাখার ডিবিকে উৎসাহ প্রদানে পুরস্কৃত করলেন তিনি।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফারুক হোসেন এর মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে জেলায় প্রকাশ্য মাদক বিক্রি প্রায় বন্ধ হওয়ার উপক্রম। শহরে আর দেখা যায় না মাদক বিক্রেতাদের।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা, কর্তৃক গত মার্চ/২৪ মাসে অভিযান পরচিালনা করে চাঞ্চল্যকর রাজু হত্যা মামলার ঘটনায় জড়িত আরো ০৪ জন আসামী গ্রেফতার ও প্রকৃত রহস্য উদঘাটন। হালুয়াঘাট থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ৬০ বোতল ভারতীয় মদ, কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৬৪ গ্রাম হেরোইন। ভালুকা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৮৫ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ১৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করায়, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ময়মনসিংহ কর্তৃক পুরস্কার প্রদান।
উক্ত বিষয়ে জেলা গোয়েন্দো শাখা(ডিবি), নিম্ন বর্ণিত অফিসারগণ পুরস্কারপ্রাপ্ত হন। অফিসার-ইনর্চাজ মো. ফারুক হোসেন, এসআই (নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল, এসআই (নিঃ), এসআই (নিঃ) রেজাউল আমীন র্বষন, এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী, এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুনক।
ময়মনসিংহ (ডিবি পুলিশ)’র অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, পুরস্কার পাওয়াটা আনন্দময়। এভাবে পুরস্কার পেলে আমাদের দেখাদেখি দেশের সকল পুলিশ বাহিনীর কাজের আরও গতি বাড়বে। জেলা পুলিশ সুপার এর হাত থেকে পুরস্কার পেয়ে ডিবি পুলিশের (ওসি) ফারুক হোসেনসহ ডিবি পুলিশের কর্মকর্তাগণ খুশি।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন