রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনার বারহাট্টা উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাড়ালেন বর্তমান বারহাট্টা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মুহাম্মদ মাঈনুল হক কাশেম। ব্যাক্তিগত কারণে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা (৩০ এপ্রিল) মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনা সদর, বারহাট্টা ও পূর্বধলা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বারহাট্টা উপজেলায় তিন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন- বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাঈনুল হক কাশেম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবীর খোকন এবং বারহাট্টা সদর ইউনিয়ন থেকে টানা ৩ বার নির্বাচিত বর্তমান (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর এ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে গত ২৩ এপ্রিল মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ২ জন প্রার্থীর প্রার্থিতা বৈধতা পায়। মনোনয়ন বাতিল হওয়া একমাত্র প্রার্থী কাজী সাখাওয়াত হোসেন প্রার্থিতা ফেরত পেতে আপিল করে তার বৈধতা ফিরে পান। গতকাল ৩০ এপ্রিল মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওইদিন বিকেলে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাঈনুল হক কাশেম ব্যক্তিগত কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তাফা বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান মাঈনুল হক কাশেম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
বর্তমানে এ উপজেলা থেকে সর্বশেষ চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় রয়েছেন দুইজন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল কবীর খোকন এবং সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন।
এ বিষয়ে জানতে চাইলে মাঈনুল হক কাশেম বলেন, আমার রাজনৈতিক সহযোদ্ধাদের বিজ্ঞ পরামর্শে এবং ব্যাক্তিগত কারনে, আসন্ন উপজেলা নির্বাচন থেকে আমার প্রার্থিতা প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, গত নির্বাচনে জনগণ আমাকে ভালবেসে বিপুল ভোটে জয়ী করেছিলেন। তাই জনগণের কাছে আমি সব সময় ঋনী। নিজে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও বারহাট্টা উপজেলা নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, এখানে যারাই প্রার্থী থাকেন না কেন, ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের কাছে এটাই আমার প্রত্যাশা।