প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ১১:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৪, ১১:৪২ পি.এম
সাদুল্লাপুরে বিধি লঙ্ঘন করে জুনিয়র শিক্ষককে দায়িত্ব দেওয়ার অভিযোগ

আহসান হাবীব নাহিদ সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি :
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৯নং বনগ্রাম ইউনিয়নের মন্দুয়ার মতিয়ন নেছা উচ্চ বিদ্যালয়ে বিধিবহির্ভূতভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর দায়িত্ব দেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার বরাবরের এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৯ নং বনগ্রাম ইউনিয়নের মন্দুয়ার মতিয়ন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শুণ্য হওয়ায় বিধি মোতাবেক সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর দায়িত্ব পালন করার বিধিমালা থাকলেও নিয়মবহির্ভূত ভাবে একজন জুনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
যার ফলে মন্দুয়ার মতিয়ন নেছা উচ্চ বিদ্যালয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হওয়া সহ বিদ্যালয়টিতে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে চরম অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এবিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জুনিয়র শিক্ষকের পরিবর্তে বিধি মোতাবেক সহকারী প্রধান শিক্ষককে "ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর দায়িত্ব প্রদানের ব্যাবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবীব এর নিকট দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন