প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৮:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৪, ১২:১৭ এ.এম
পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়ায় মাদক ব্যবসায়ী আটক

খোরশেদ আলম, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
সাভারে - আশুলিয়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ নারী মাদক কারবারিসহ তিন জন গ্রেপ্তার করেছে র্যাব-৪ একটি আভিযানিক
দল। এ সময় তাদের হেফাজত থেকে প্রায় ১৯ কেজি ৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- বি-বাড়ীয়া জেলার
বাসিন্দা মোঃ তফাজ্জল হোসেন (৫২), মোছাঃ পারভিন আক্তার (৪২) ও ছাবিনা (৪৪)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া
যায়নি। রবিবার (১৯ মে) বিকেল পৌণে ৩টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর
কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে ভোররাতে সাভারের বনগাঁও এলাকা থেকে
তাদেরকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবৎ
লোকচক্ষুর অন্তরালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ
নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি
কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন