প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১০:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২৪, ১১:৫৩ পি.এম
অফিসে বসেই বেঞ্চ সহকারী সুমনের ঘুষ লেনদেন..

ব্যুরো প্রধান নেত্রকোণাঃ
অফিসে বসেই মামলার বাদি ও বিবাদী পক্ষের লোকজনের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ নেন বেঞ্চ সহকারী সুমন মিয়া।
এ অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে সুমনের কাছে। নিজের চেয়ারে বসে ঘুষ নেওয়ার এমন একটি ভিডিও গণমাধ্যম
কর্মীদের কাছে এসেছে। তবে তার দাবি কারো কাছ থেকে কোন টাকা পয়সা নেইনি। যদি এরকম ভিডিও থেকে থাকে তাহলে
কেউ ষড়যন্ত্র করে ভিডিও করেছে। মোঃ সুমন মিয়া নেত্রকোণার জেলা জজ কোর্টের সদর কোর্টের ব্যাঞ্চ সহকারী।
ভিডিওতে দেখা যায়- একজন সেবা গ্রহিতা ঘুষের টাকা দিচ্ছেন সুমন মিয়াকে। সন্তোসজনক টাকা না হওয়া দরকসাকসির চিত্র
দেখা যায়। শেষমেশ আবদার পূরণ হওয়ায় টাকা গ্রহন করেন সুমন।সদর কোর্টে মামলার কাজে আসা কয়েকজন নাম প্রকাশ
না করার শর্তে বলেন, কোর্টে আসলেই টাকা আর টাকা। টাকা ছাড়া কোন কাজই হয় না। টাকা না দিলে বছরের পর বছর ঘুরতে
হয় কোর্টে। আবার একই ধরণের মামলা তাদেরকে টাকা দিয়ে সন্তুষ্ট করতে পারলে দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি হয়ে যায়।
এগুলো দেখার কেউ নেই।ঘুষ গ্রহণের বিষয়টি অস্বীকার করে বেঞ্চ সহকারি মোঃ সুমন মিয়া বলেন, আমার এরকম কোন
রেকর্ড নেই। যদি এমন ভিডিও থেকে থাকে তাহলে আমাকে ফাঁসানোর জন্য কেউ করে থাকতে পারে। এ বিষয়ে আমি কিছু
জানিনা।বেঞ্চ সহকারি সুমনের পক্ষে সাফাই গেয়ে নেত্রকোণা জজ কোর্টের নাজির মহি উদ্দিন বলেন, সুমন খুবই ভাল মানুষ।
সপ্তাহে দুদিন রোজা রাখেন। তিনি এমন কাজ করতে পারেন না। যে আপনাকে ভিডিও দিয়েছে তাকে বেঁধে পুলিশে দেন না হয়
আমাদের কাছে দেন। আমরা তাকে পুলিশে দিবো।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন