আসুস কম্পিউটেক্সে এনেছে এআই ল্যাপটপ, কনটেন্ট নির্মাতা ও গেমারদের জন্য সুখবর!
তাইপে, তাইওয়ান: এশিয়ার বৃহত্তম প্রযুক্তি মেলার মঞ্চে আসুস তাদের নতুন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি সমৃদ্ধ ল্যাপটপ প্রদর্শন করেছে। মাইক্রোসফটের কো-পাইলট প্লাস এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই ল্যাপটপগুলো ব্যবহারকারীদের বিভিন্ন কাজে এআই-এর সহায়তা নিতে সাহায্য করবে।
কনটেন্ট নির্মাতাদের জন্য:
প্রোআর্ট পি১৬, পিএক্স ১৩ ও পিজেড ১৩: এএমডি রাইজেন এআই ৩০০ সিরিজ প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০ সিরিজের শক্তিশালী গ্রাফিকস কার্ড সমৃদ্ধ এই ল্যাপটপগুলো উচ্চমানের কন্টেন্ট তৈরির জন্য আদর্শ।জেনবুক এস ১৬: এএমডি রাইজেন এআই ৯ এইচএক্স ৩৭০ প্রসেসর দ্বারা চালিত এই পাতলা ও হালকা ল্যাপটপটি সহজেই বহন করা যায়।ভিভোবুক এস ১৫: এএমডি রাইজেন এআই ৯ এইচএক্স ৩৭০ প্রসেসর, উইন্ডোজ স্টুডিও ইফেক্টস ও আসুসের এআইসেন্স ক্যামেরা সমৃদ্ধ এই ল্যাপটপটি কনটেন্ট তৈরিকে আরও সহজ করে তোলে।
গেমারদের জন্য:
টাফ গেমিং এ১৪ ও টাফ গেমিং এ১৬: এএমডি রাইজেন এআই ৯ এইচএক্স ৩৭০ প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০ সিরিজের গ্রাফিকস কার্ড সমৃদ্ধ এই ল্যাপটপগুলো উন্নত গ্রাফিকসের গেম খেলার জন্য আদর্শ।