মধ্যনগর প্রতিনিধি সুনামগঞ্জ জেলা:
প্রথমবারের মতো সুনামগঞ্জ জেলার নবগঠিত মধ্যানগর উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেলো উপজেলা পরিষদ নির্বাচন২০২৪, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভুঁইয়া এবং অপর পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে । মধ্যনগর উপজেলার স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়,নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান
আব্দুর রাজ্জাক ও সাইদুর রহমান দুজনের মধ্যে নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হয়। বিকাল ৫টায় সাইদুর রহমানের সমর্থক তেলিগাঁও গ্রামের দোকানদার নুরু মিয়া বংশীকুন্ডা ইউনিয়নের দায়িতাপাড়া বাজারে (নতুন বাজার) আসেন। এসময় রাজ্জাক ভুঁইয়া সমর্থিত সমশের আলীর সাথে নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা ও কথা কাটাকাটির এক পর্যায় সমশের আলীর লোকজন নুরু মিয়াকে লাঞ্ছিত করে। এর কিছুক্ষণ পর সাইদুর রহমানের লোকজন হোসেন আলী মেম্বারের ছেলে হারুন (২৮) বাজারে আসে। এসময় মধ্যনগর নবনির্বাচিত উপজেলা পরিষদ উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের ভাতিজা বাছেত ভূঁইয়া (২৯) ও কবিনুর (৩০) রাজ্জাক ভুঁইয়ার আত্মীয়ের মার্কেটের ছাদের উপরে নিয়ে হারুনকে মারধর করে। এ
ঘটনার খবর পেয়ে পরাজিত প্রার্থী সাবেক ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান ঘটনাস্থলের দিকে রওয়ানা হন। তিনি বাড়ির পাশের পুকুর পাড়ে আসামাত্র নব নির্বাচিত চেয়ারম্যানের লোকজন লোকজন কতৃর্ক হামলার শিকার হন। বলে দাবি সাইদুর রহমান। তিনি আরো বলেন নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভুঁইয়ার ভাতিজা আজিম মাহমুদের নেতৃত্বে তার বাড়িঘরে হামলা করেছে। হামলায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান (৬০) নিজে গুরুতর আহত হয়েছেন। এবং, তার সঙ্গে থাকা, আজমির রহমান (৫০),হারুন(২৮) কামাল মিয়া(৪০) ছেলে অ্যাড. আরিফুর রহমান ঝিনুক (২৭) আহত হন।
স্থানীয় লোকজনের সাথেকথা বলে আরও জানা যায়,নবনির্বাচিত মধ্যনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়ার লোকজন সংঘর্ষে আহত হয়েছেন আহতরা হলেন আনোয়ার ( ২৯) বাছেত ভুঁইয়া, হুমায়ুন (২৮), অমি (২৭), আমিনুল ইসলাম সহ আরো অনেকে আহত হয়েছেন। নবগঠিত মধ্যনগর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান রাজ্জাক ভঁইয়া দেশবাংলা প্রতিদিনকে জানান, প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে যাওয়া মধ্যানগর উপজেলায় নির্বাচনে পরাজিত প্রার্থী সাইদুর রহমান তার বাড়ি থেকে লাঠিসোটা নিয়ে তিনিসহ তার লোকজন রামদা—কিরিচসহ দেশীয় অস্ত্র নিয়ে বাজারে এসে আমার সমর্থকদের উপর অতর্কিতভাবে হামলা চালান। এতে আমাদের বেশ কয়েয়জন লোকজন আহত হয়েছেন। আপনার লোকজন পরাজিত প্রার্থী সাইদুর রহমান বাড়িতে হামলা করেছেন এবং তার লোকজনদের উপর ছুরিঘাত আঘাত করেছেন, দেশ বাংলা প্রতিদিনের এমন এক প্রশ্নের জবাবে নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, আমার জানামতে তার বাড়িতে কেউ হামলা করেনি, তবে যতটুকু শুনেছি আমার কর্মীদের সাথে তার কথা কাটাকাটি হয়েছে। এদিকে, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের সমর্থক ইউপি সদস্য ফরিদ মিয়া জানান, সংঘর্ষের ঘটনায় সাইদুর রহমান সহ অনেকেই গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যেতে দেওয়া হচ্ছে না নির্বাচিত চেয়ারম্যানের লোকজন বিভিন্নভাবে বাধা দিচ্ছে।
রাত আটটায় পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্ জানান, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই পক্ষেই কয়েকজন আহত হয়েছে। একটি চায়ের দোকান থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়।