রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;
ময়মনসিংহ-মোহনগঞ্জ পথে চলাচলকারী একমাত্র লোকাল ট্রেনটি টানা ৯ দিন ধরে বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পরেছেন যাত্রীরা।ময়মনসিংহ জংশন স্টেশন থেকে মোহনগঞ্জ রেলওয়ে ষ্টেশনের (৬৮.৫) কিলোমিটার দুরত্বের মধ্যে শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশন, গৌরীপুর জংশন, শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশন, হিরণপুর রেলওয়ে স্টেশন, চল্লিশা রেলওয়ে স্টেশন, নেত্রকোনা বড় রেলওয়ে স্টেশন, নেত্রকোনা কোর্ট রেলওয়ে স্টেশন, বাংলা রেলওয়ে স্টেশন, ঠাকুরাকোণা রেলওয়ে স্টেশন, বারহাট্টা রেলওয়ে স্টেশন, অতিথপুর রেলওয়ে স্টেশনের যাত্রীরাও ভোগান্তিতে পড়ছেন।রেলস্টেশন সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ গামী লোকাল ট্রেনটি প্রতিদিন ভোর ৫টা ৪০ মিনিট এবং দুপুর ২টা ১০ মিনিটে ময়মনসিংহ জংশন ষ্টেশন থেকে মালামাল বহনকারী বগি এবং যাত্রীবাহী পাঁচটি বগি নিয়ে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসত। কিন্তু গত এক সপ্তাহের বেশি সময় ধরে ট্রেনটির চলাচল বন্ধ রয়েছে। ফলে ময়মনসিংহ থেকে বিভিন্ন স্টেশন থেকে ট্রেনটিতে চড়ে আসা বিভিন্ন দপ্তরের চাকরিজীবি, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন ,ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ লোকাল ট্রেনে নিয়মিত যাতায়াতকারী বারহাট্টা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্যামগঞ্জ বাসিন্দা শেফালী বেগম বলেন, 'ট্রেনটির চলাচল বন্ধ থাকায় চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।' বিশেষ করে আমার মতো যারা চাকুরীজীবি আছেন তারা বেশি ভোগান্তিতে পড়েছে। বাস ও অন্যান্য যানবাহনে যাতায়াত করাতে বেশিরভাগ চাকুরীজীবিরাই সময় মত অফিসে পৌঁছাতে পারছেন না। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবী জানাচ্ছি, আমাদের মত দুর্ভোগে পড়া যাত্রীদের কথা বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে ময়মনসিংহ-মোহনগঞ্জ লোকাল ট্রেনটি দ্রুত চালু করার জন্য।'মোহনগঞ্জ উপজেলা ভূমি অফিসে কর্মরত নেত্রকোনা শহরের বাসিন্দা রহিম শেখ বলেন, 'লোকাল ট্রেন দিয়েই বাড়ি থেকে মোহনগঞ্জ গিয়ে চাকরি করি। সকালে লোকাল ট্রেনে গিয়ে অফিসের ডিউটি শেষে বিকেলে আবার লোকাল ট্রেনে চলে আসি। এক সপ্তাহ ধরে ট্রেন বন্ধ থাকায় বড় বিপদে আছি।’মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন মাষ্টার আতাউর রহমান বলেন, ময়মনসিংহ-মোহনগঞ্জ লোকাল ট্রেনটি সর্বশেষ ৩১ মে মোহনগঞ্জ এসেছিল। এরপর আর আসেনি। ইঞ্জিনে সমস্যা হওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ইঞ্জিনটি মেরামতের জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। মেরামত শেষ হলে আবারও চলাচল শুরু করবে।' দ্রুত ইঞ্জিন মেরামত সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে কবে নাগাদ ইঞ্জিন মেরামত শেষ হবে তা তিনি জানাতে পারেননি।এ বিষয়ে নেত্রকোনা রেলওয়ে স্টেশন মাষ্টার আবদুল্লাহ আল মামুনের সাথে কথা বললে তিনি জানান, উর্ধ্বতন কতৃপক্ষের দেওয়া তথ্যমতে- 'বর্তমানে ইঞ্জিন সংকট রয়েছে। আশা করছি ঈদের আগেই এ সমস্যা দূর হয়ে যাবে এবং অন্যান্য ট্রেনের মতো ময়মনসিংহ-মোহনগঞ্জ লোকাল ট্রেনটি চালু হবে।'