প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ৯:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৪, ১:১১ এ.এম
যানজট নিরসনে আকাশে উড়বে স্পিকার ড্রোন; হাইওয়ে পুলিশ প্রধান

খোরশেদ আলম, বিশেষ প্রতিনিধিঃ
সড়কে অতিরিক্ত পুলিশের পাশাপাশি যানজট নিরসনে স্পিকার ড্রোন ক্যামেরায় উড়বে আকাশে। দুর্ঘটনা এড়াতে খোলা ট্রাকে বা বাসের ছাদে যাত্রী পরিবহনের ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খবাহিনা জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে সাভারের বাইপাইল মোড় এলাকায় মহাসড়ক পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।
অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহীনির সদস্যরা কাজ করে যাচ্ছে। যানজট নিরসনে গুরুত্বপূর্ন পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কের পাশের গরুর হাট ও সড়কের চলমান উন্নয়ন কাজের কারনে যেন যানজটের সৃষ্টি না হয় সে বিষয়ে বিশেষ নজরদারী রয়েছে। এছাড়া ঈদযাত্রায় সড়কের যানচলাচল স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে।
এসময় হাইওয়ে ও ঢাকা জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন