সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের দিগজান গ্রাম থেকে গতকাল সোমবার সকালে দুলাল মিয়া (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ধর্মপাশা থানা পুলিশ। ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সবুর বলেন,উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের দিগজান গ্রামের বাসিন্দা বৃদ্ধ দুলাল মিয়া (৬০) দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন। পরিবারের কাউকে না জানিয়ে রবিবার রাত আনুমানিক দুইটার দিকে তিনি নিজ বসতঘর থেকে বের হন। সোমবার সকাল সাতটার দিকে নিজ গ্রামের দক্ষিণপাশে থাকা একটি করচ গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁছানো অবস্থায় ওই বৃদ্ধের ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয় লোকজন। ওইদিন সকাল ১১টার দিকে ওই গ্রাম থেকে বৃদ্ধের লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ওইদিনই লাশটি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।