রিপন কান্তি গুণ, বিশেষ প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জে অষ্টম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও ছুরিকাঘাত করে আহত করার ঘটনায় করা মামলার পালাতক আসামিকে ১৭ ঘণ্টার অভিযানে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত উত্তম বিশ্বাস (২১) উপজেলার সুয়াইর ইউনিয়নের ভাটিয়া গ্রামের নিরাঞ্জন বিশ্বাসের ছেলে।
বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে গ্রেপ্তারর করা হয় বলে জানিয়েছেন, জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামি উত্তমকে শুক্রবার বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি বলেন, মামলার রুজু হওয়ার পর পুলিশ সুপার ফয়েজ আহমেদের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দাসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম টানা ১৭ ঘণ্টা অভিযান চালিয়ে উত্তম বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বখাটে উত্তম দাস ভুক্তভোগী শিক্ষার্থীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ওই বখাটে স্কুল ছাত্রীকে ছুরি দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে ঐ ভূক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে উত্তমের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন।
মামলার বরাতে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, উত্তম বিশ্বাস বখাটে প্রকৃতির ছেলে। বিবাহিত হওয়া সত্ত্বেও সে এলাকার বিভিন্ন মেয়েদের উত্ত্যক্ত করতো। অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই মেয়েটিকেও স্কুলে যাওয়ার পথে নানা কুপ্রস্তাব দিত। এতে রাজি না হওয়ায় উত্তম ক্ষিপ্ত হয়।
তিনি আরও জানান, গত রবিবার সকালে ওই স্কুলছাত্রীর বাবা-মা বাড়ির বাইরে ছিলেন। মেয়েটি ও তার ভাই-বোনেরা ঘুমিয়ে ছিল। এ সুযোগে উত্তম ঘরে ঢুকে মেয়েটির গলায় ছুরি ধরে ধর্ষণে চেষ্টা চালায়। তখন বাধা দিলে স্কুলছাত্রীর গলায় ও ঠোটে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় উত্তম। পরে মেয়েটির চিৎকার চেচামেচিতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।