ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অবৈধ ব্যবসা কোনোভাবেই আটকানো যাচ্ছে না। দিন দিন বেড়েই চলছে এসব অবৈধ ব্যবসা।
রোববার (৩০ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে মধ্যনগর থানার অফিসার্স ইনচার্জের নির্দেশনায় মধ্যনগর থানার পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় চিনি উদ্ধার করেছেন।
এ অভিযানে পরিত্যক্ত কবরস্থান থেকে ১০০ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে, অভিযান কালে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।