নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো নিট রিজার্ভের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। জুন শেষে দেশের নিট রিজার্ভ দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৭ কোটি ডলারে। এছাড়া গ্রস রিজার্ভ অবস্থান করছে ২ হাজার ৬৮২ কোটি ডলারে।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।
এ সময় বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ১৮৩ কোটি ডলারে। গেল ২৬ জুন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পাওয়া ঋণের অর্থে বাংলাদেশের রিজার্ভ বেড়ে ২ হাজার ৭১৫ কোটি ডলারে উঠেছে।
এর আগে, তৃতীয় কিস্তির অর্থ পেতে জুন শেষে নিট রিজার্ভ ১ হাজার ৪৭৬ কোটি ডলার রাখার শর্ত দেয় আইএমএফ।