আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে আরো জোরদার হয়েছে রুশ হামলা। রাশিয়ার মিসাইল হামলায় দেশটিতে মৃত্যু হয়েছে অন্তত ৪১ জনের। আহত দেড় শতাধিক।
স্থানীয় সময় সোমবার (৮ জুলাই) এসব হামলার ঘটনা ঘটে। এরমধ্যে রাজধানী কিয়েভের সবচেয়ে বড় শিশু হাসপাতালও হামলার শিকার হয়েছে। মিসাইলের আঘাতে হাসপাতালের একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, অপর একটি অংশে আগুন ধরে যায়। এতে ৬০ থেকে ৭০ শতাংশ কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপর চিকিৎসাধীন শিশুদের অন্যত্র সরিয়ে নেয়া হয়।
ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধারে চলছে উদ্ধার অভিযান। হাসপাতালটিতে অতর্কিত রুশ হামলার নিন্দা জানিয়েছেন পশ্চিমা ও জাতিসংঘের নেতারা। ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র এটিকে মর্মান্তিক ঘটনা বলে তীব্র নিন্দা জানিয়েছেন। রুশ কর্তৃপক্ষ অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করেছে।