"নড়াইলের কবি বিপুল বিস্বাসের লেখা দ্বিতীয় কবিতা গ্রন্থ* মা ও মাটি* মোড়ক উন্মোচন
নড়াইলের সদর উপজেলার ৭ নং শেখহাটি ইউনিয়ন এর এগারোখান মালিয়াট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাংগনে ২৩ শে ডিসেম্বর রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকায় পন্ডিত রাসমোহন মিশ্রের ১৫০ তম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে আলোচনা সভার আয়োজনে, শিমুলিয়া তথা নড়াইলের গর্ব কবি বিপুলবিশ্বাসের লেখা দ্বিতীয় গ্রন্থ, মা ও মাটি, এর মোড়ক উন্মোচন করা হয়।
বাবু পরিতোষ গোস্বামীর সভাপতিত্বে ও মিহির রঞ্জন বিশ্বাসের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বাবু বলদেব অধিকারী, বিশিষ্ট চিত্র শিল্পি মাইজপাড়া নড়াইল,বিশেষ অতিথি জনাব নাজিম উদ্দিন সদস্য কেন্দ্রীয় কমিটি, বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাবু বিপুল বিস্বাস সাহিত্যিক (কবি) শিমুলিয়া নড়াইল এছাড়াও আরও অন্যান্য বিশেষ অতিথি সেখানে উপস্থিত ছিলেন।
স্বর্গীয় পন্ডিত রাসমোহন মিশ্রের জীবনী নিয়ে বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে অধিবেশন অনুষ্ঠিত হয় আলোচনার শেষ পর্যায়ে কবি বিপুল বিশ্বাসের মা ও মাটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
কবি বিপুল বিস্বাস এর জন্ম নড়াইলের এক অজোপাড়া গায়ে হলেও তিনি রাতের হাস্নাহেনার মত শুভাশ ছড়িয়ে নিজেকে তুলে ধরেছেন সমগ্র জাতির কাছে। তিনি একজন হত দরিদ্র পরিবারের সন্তান যিনি পেশায় একজন কৃষক হয়েও কাজের ফাকে ফাকে সময় দিয়ে বিভিন্ন লেখালেখি করেন। যে লেখাগুলি প্রতিটি মানুষের হৃদয়কে প্রস্ফুটিত করে তুলে, কবি বিপুলবিশ্বাসের দ্বিতীয় গ্রন্থের সম্পাদনা করেন মোঃ মারুফুল ইসলাম ( বি এ অনার্স, এম এ বাংলা)। কবি বিপুল বিশ্বাস এগারোখান তথা নড়াইলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে যিনি শিক্ষার আলোয় আলোকিত করেছিলেন সেই মহা পন্ডিত রাসমোহন মিশ্রের স্মৃতির উদ্দ্যেশ্যে "মা ও মাটি" কবিতা গ্রন্থটি অর্পণ করলাম।