প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৪:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২২, ৪:৪০ এ.এম
লেগুনা-মিনিবাস সংঘর্ষে নিহত ৩, আহত ৪

ঢাকার অতি নিকটেই সাভার এখানে লেগুনা ও মিনিবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে হয়ে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত আরও চারজনকে সাভারের এনাম মেডিক্যাল এন্ড কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, আশুলিয়া এলাকার আকবর ফকিরের ছেলে ফজলুল ফকির, আল মুসলিম গার্মেন্টসের শ্রমিক মো. নাসির ও শিক্ষার্থী মো. ফাহিম।
শুক্রবার রাতে সিএন্ডবি-আশুলিয়া সড়কের কলমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী দিলীপ কুমার বলেন, আমি অন্য বাসে যাচ্ছিলাম। একটা লেগুনা সাভার থেকে যাত্রী নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলো। আরেকটা বাস সাভারের দিকে যাচ্ছিলো। কলমা এলাকায় দুইটা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তখন অনেকের সাথে আমি গিয়ে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। লেগুনার সামনের এক অংশ একেবারে বিধ্বস্ত।
নিহত ফাহিমের বন্ধু মো. শুভ বলেন, আমরা বন্ধুরা জিরাবো পুকুরপাড় এলাকায় আড্ডা দিচ্ছিলাম। আমাদের বন্ধু ফাহিম, শাওন ও নাঈম জাহাঙ্গীরনগর এলাকা থেকে ওখানে আসার কথা ছিলো। ফাহিম ফোন করে সেটি জানিয়েছিলো। পরে জানতে পারি ফাহিম এক্সিডেন্ট করছে। তখন এসে দেখি ফাহিম মারা গেছে। তবে শাওন ও নাঈমের খবর এখনও পাইনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, কলমা এলাকায় দুটি যাত্রবাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সাতজনকে আহত অবস্থায় এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষনা করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন