নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ মহাকাব্যের বীর বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, এটা একটা ঘটনা আমি গ্রামের মধ্যে এসেছি। কিন্তু বিষয়টা এটা না। বিষয়টা হলো এই জায়গাটা হলো মহাকাব্যের জায়গা। মহাকাব্যের যে বীর থাকে, আবু সাঈদ সেই বীর। এটা নিয়ে যুগে যুগে লেখালেখি হবে, স্মরণ করবে সাঈদকে। আজকে সে মাটির নিচে শুয়ে আছে।
শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রংপুরের পীরগঞ্জে নিহত আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আবু সাঈদ সারা জাতির জন্য, ন্যায়ের জন্য, মুক্তির জন্য বুক খুলে দাঁড়িয়ে ছিল। ছবি দেখলে বিশ্বাস করা যায় না। একটা ছেলে বন্দুকের সামনে হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, মারেন। গুলি করছে একটু টলটল করছে আবার দাঁড়িয়ে আছে, তারপর আরেক গুলি। এই সেই লোক (আবু সাঈদ)। কাজেই এ ঘটনা ভুলার কোনো সুযোগ নেই। শুধু এটা পীরগঞ্জের বিষয় না, বাংলাদেশের বিষয় না, এটা সারা দুনিয়ার বিষয়।
তিনি বলেন, আবু সাঈদ যে কাজটি করেছে। এটা নিয়ে যুগযুগান্তরে কবিতা হবে, উপন্যাস হবে, নাটক হবে। মানুষ স্মরণ করবে তাকে। আমাদের কাজ হলো যে স্বপ্নের পেছনে দাঁড়িয়ে সে বুক পেতে দিয়েছিল সে স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। এটা আমাদের সারা জাতির একটা কর্তব্য। আমরা শুধু এখানে এস কবর জিয়ারত করে চলে গেলাম। তা না । সারা জাতিকে আমরা বলতে চাই যে লক্ষ্য নিয়ে আবু সাঈদ বুক পেতে দিয়েছিল। যার কারণে কোটি কোটি ছেলে-মেয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে। ভয় পায় নাই। আবু সাঈদ পথ দেখিয়ে গেছে। আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের সবার।
আবু সাঈদের কথা স্মরণ হবে নতুন বাংলাদেশ গড়ে তুলার মাধ্যমে বলে জানিয়ে তিনি আরও বলেন, কাজেই আমরা যেন সেই কাজটি করি। এই আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান না। বাংলাদেশে যত পরিবার আছে তাদেরই সন্তান। ছোট ছেলেমেয়েরা স্কুলে পড়বে আবু সাঈদের কথা। নিজে নিজে প্রস্তুত হবে আমিও ন্যায়ের জন্য লড়বো। আমি বুক পেতে দিব। আবু সাঈদ এখন ঘরে ঘরে।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, আবু সাঈদের মা সবার মা এবং সবার মা আবু সাঈদের মা। কাজেই তাকে রক্ষা করতে হবে, তাদের বোনদের রক্ষা করতে হবে, তাদের ভাইদের রক্ষা করতে হবে। সবাই মিলে এটা করতে হবে।
সবাইকে রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নেই এখানে। এটা আবু সাঈদের বাংলাদেশ, যেখানে কোনো ভেদাভেদ নেই।আপনাদের কাছে অনুরোধ, যে যেখানেই আছেন, সবাইকে রক্ষা করুন। কোনো রকম গোলোযোগ হতে দেবেন না।
এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এ সময় আবু সাঈদের মা ও পরিবারের অন্য সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন