দিনাজপুরের ঘোড়াঘাটে চুরি হওয়া ২টি গরু উদ্ধার করেছে থানা পুলিশ।এসময় পুলিশের ধাওয়ায় গরু পরিবহনে ব্যবহিত ট্রাকটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে চোর চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ট্রাকের হেলপার কে আটক করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।
আটক ট্রাক হেলপার বগুড়া শিবগঞ্জ দক্ষিণ ছাতড়ার মোঃ আঃ রহিমের ছেলে মোঃ শিপন সাকিদার(৩৪)।
রবিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় ৩নং পালশা ইউনিয়নের বেলওয়া মিঠাপুকুর গ্রামে এঘটনা ঘটে।এঘটনায় গরুর মালিক বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির এ তথ্য নিশ্চিত করে জানান,জৈনিক সাইদুর ইসলামের বাড়ি থেকে একটি সংঘবদ্ধ চোরের দল ট্রাকে করে ২টি গরু নিয়ে যাওয়ার সময় টহলরত পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গরু রেখে পালিয়ে যাওয়ার সময় রাণীগঞ্জ মহিলা কলেজ তিন রাস্তার মোড়ে রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়।পরে ট্রাকের হেলপারকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।গরু দুটি অসুস্থ হওয়ায় জব্দ করে গরুর মালিকের জিম্বায় প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, চুরির কাজে ব্যবহিত ঢাকা মেট্রো -ন-১৫-৪৯০৫ ট্রাকটি জব্দ করা এবং আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।