সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই ও বেখইজোড়া গ্রামের সামনে থাকা সরকারি জায়গা থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে মাটি উত্তোলন করার দায়ে তিনটি ড্রেজার মেশিন জব্দ ও তিনজনকে ২৮হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সুনই গ্রামের লাল মিয়ার ছেলে অলি মিয়া (৩৩),কুর্শিবাড়ী গ্রামের আব্দুল জব্বারের ছেলে সিদ্দিক মিয়া (৪০) ও বেখইজোড়া গ্রামের হক মিয়ার ছেলে ইমরান মিয়া (৩০) এই তিনজনকে ২৮হাজার টাকা
জরিমানা করা হয়।। সোমবার বেলা ১২টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। ওই তিনজন ওইদিনই জরিমানার টাকা পরিশোধ করেন।