প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ৮:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৪, ১:০৪ এ.এম
নওগাঁয় ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার

শহিদুল ইসলাম জি এম মিঠন,নওগাঁ
নওগাঁ টু মহাদেবপুর সড়কের ধারে ডোবা থেকে অজ্ঞাতনামা আনুমানিক ৩৮-৪২ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছেন নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ বুধবার বিকেলে নওগাঁ টু মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের মোল্লাকুড়ি (উত্তরগ্রাম) এলাকায় পৌছে সড়কের ধারের ডোবা থেকে তার মৃতদেহটি উদ্ধার করেন। এ সময় তার শরীরে কোন পোশাক ছিলো না তবে কিছু আঘাতের চিহ্ন ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকে মানসিক ভারসাম্যহীন অপরিচিত লোকটি এ এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতো এবং দিন-রাতের অধিকাংশ সময় রাস্তার পাশের ওই স্থানে অবস্থান করতো। তারা আরো জানান, রাতের আঁধারে কোন যানবাহনের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হতে পারে বা ঐ ডোবাই পড়েও তার মৃত্যু হয়ে থাকতে পারে। দীর্ঘ সময় পানিতে ডুবে থাকার কারণে শরীরের চামড়া গুলো কুকড়ে গেছে। মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ রুহল আমিন জানান, উদ্ধারকৃত অজ্ঞাতনামা মৃতদেহটির পরিচয় সনাক্তে কাজ চলছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন