প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৪, ১:২২ এ.এম
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে নেত্রকোণায় সাংবাদিক সমাজের মানববন্ধন

মিছবাহ উদ্দিন খান আছাদ, ব্যুরো প্রধান, নেত্রকোণা
দেশের সর্ববৃহৎ মিডিয়া গ্রুপ ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যক্কারজনক হামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নেত্রকোণায় কর্মরত সাংবাদিক সমাজের ব্যানারে মঙ্গলবার বেলা ১২ টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আলপনা বেগম, কালের কন্ঠের সাংবাদিক মনিরুজ্জামান, যমুনা টিভির সাংবাদিক কামাল হোসেন, এনটিভির সাংবাদিক ভজন দাস, মাই টিভির সাংবাদিক আনিছির রহমান,চ্যানেল ২৪ এর সাংবাদিক হানিফউল্লাহ আকাশ, ডিবিসি নিউজ এর সাংবাদিক রাকিবুল ইসলাম লিমন, দৈনিক বাংলার সাংবাদিক সালাউদ্দিন রুবেল,বাংলা নিউজের সাংবাদিক আব্দুর রহমান, নিউজ ২৪ টেলিভিশন সাংবাদিক সোহান আহমেদ কাকন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।এ সময় বক্তারা অবিলম্বে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন