আন্তর্জাতিক ডেস্ক: জাপানের ওপর আঘাত হেনেছে টাইফুন ‘শানশান’। স্থানীয় সময় শুক্রবার (৩০ আগস্ট) জাপানের দ্বীপপুঞ্জে এটি আঘাত হানে। এর আগে থেকেই মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে দেশটির বিভিন্ন স্থানে। এতে সবশেষ ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় ৪০ জন।
কয়েক দশকের মধ্যে জাপানে আঘাত হানা অন্যতম শক্তিশালী টাইফুনটি কিছুটা দুর্বল হয়ে পড়লেও শুক্রবার সকালে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২৬ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিল।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, টাইফুন কিউশু দ্বীপে আঘাত হানার আগেই ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যায়। এর ফলে সৃষ্ট ভূমিধসে গভীর রাতে আইচি প্রদেশে একই পরিবারের তিন সদস্য মারা যান। কিউশুতে একটি ছোট নৌকা ডুবে একজন এবং অপরজন দোতলা বাড়ি ধসে মারা গেছেন।