সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রিসোর্স সেন্টারের কক্ষে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী
শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ ৬০জন অংশ নেয়। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল,মো.আবু সাঈদ।