মাহমুদুল্লাহ রিয়াদ (ময়মনসিংহ ব্যুরো;
ময়মনসিংহে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ডেঙ্গু রোগীর সংখ্যা। হাসপাতাল কর্তৃপক্ষ এই অবস্থায় ডেঙ্গু রোগীদের জন্য চিকিৎসা সেবায় চালু করেন স্বতন্ত্র ওয়ার্ড, ওই ওয়ার্ডে বর্তমানে ৩২ জন রোগীর চিকিৎসা চলছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ২০২৪) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসক ডা. মো. মহিউদ্দিন খান মুন এই তথ্য নিশ্চিত করে বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য হাসপাতালে স্বতন্ত্র ওয়ার্ড চালু করা হয়েছে। বতর্মানে ওই ওয়ার্ডটিতে ৩২ জন রোগী চিকিৎসা সেভা নিচ্ছে। এর মধ্যে ৪ জন নারী ২৬ জন পুরুষ, ২ জন শিশু বাচ্চাও রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীরা ময়মনসিংহের বাসিন্দা হলেও তারা কেউ ঢাকা ও বিভিন্ন স্থান থেকে আক্রান্ত হয়ে এসেছেন। তবে স্থানীয়ভাবে আক্রান্ত রোগীও আছে কিন্তু বর্তমানে ঢাকা থেকে আগত রোগীর সংখ্যাই বেশি এখন। গত ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি হয় ২৯ জন। এরপর (৮ সেপ্টেম্বর)–(১৪ সেপ্টেম্বর) পর্যন্ত ভর্তি হয় ৪৯ জন। পরে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিগুণ বেড়ে ভর্তি হয়েছে ৮৭ জন।
ময়মনসিংহে মশার উপদ্রব বৃদ্ধি এবং ডেঙ্গু চোখ রাঙালেও এখনো কার্যকরী কোনোরকম পদক্ষেপ নেননি ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এমন অভিযোগ নগরের বাসিন্দা দের।