প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৭:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৪, ১১:৩২ পি.এম
দিনাজপুরের বিরামপুর পৌর যুবদলের প্রস্তুতি সভা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের বিরামপুর পৌর যুবদলের আয়োজনে আগামী ২৭শে অক্টোবর, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ পালনের উদ্দেশ্যে শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বিরামপুর পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব পলাশ বিন আশরাফীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহ্ আলম মন্ডল, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক সুমন সওদাগর, আহবায়ক কমিটির ১নং সদস্য সাদেকুল ইসলাম, শাহরিয়ার মাহাবুব, নুর আলম, জিয়াউর রহমান জিয়া, রেজাউল ইসলাম, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক রাব্বি হোসেন, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি হিরা, সাধারণ সম্পাদক আরমান আলী সহ পৌর যুবদলের আহবায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রস্তুতি সভায় এবারে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে জাঁকজমকপূর্ণ পালনের জন্য পৌর ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন