কাশেম আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি;
বাংলাদেশ কংগ্রেসের দলীয় অংশ হিসেবে মাগুরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) দুপুর এ মতবিনিময় সভা হয় অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্য ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি এক মিনিট নিরাবতা পালন করেন বাংলাদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ। মাগুরা শহরের শহীদ সৈয়দ আতর আলী গণ গ্রন্থগারের মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন।
মাগুরা জেলা আহবায়ক কমিটির গঠনের আহবায়ক হয়েছেন শতদল বিশ্বাস, সদস্য সচিব বাচ্ছু চোপদার। এ সময় আরও উপস্থিত মাগুরা জেলা কংগ্রেসের ছাত্র সংগঠনের আহ্বায়ক মোঃ কাজল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের শ্রীপুর উপজেলা শাখার আহবায়ক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বদিয়ার রহমান সাগরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
এ সময় বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন বলেন, বাংলাদেশ কংগ্রেসের মূলনীতি সুস্থ ধারার রাজনীতি। সাধারণ মানুষের অধিকার আদায়ে বাংলাদেশ কংগ্রেস কাজ করে যাচ্ছে। সুস্থ ধারার রাজনীতি বিকাশে বাংলাদেশ কংগ্রেসে দলে দলে যোগ দিন। এ সময় তিনি আরো বলেন, রাজনৈতিক পরিবেশ ঠিক থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস ৩০০ আসনে অংশ গ্রহন করবে বলে তিনি জানান।