রংপুর প্রতিনিধি
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ভারতে চলমান উগ্রবাদ ঢাকতে তারা বাংলাদেশে উগ্রবাদ চলছে বলে অপ-প্রচার চালাচ্ছে। তাদের এ ধরনের অপ-প্রচার সব সময় ছিল। আমাদের উচিত নিজেদের দিকে তাকানো। যেন সেই বিষয়গুলো কখনো না ঘটে, ঘটলে আমরা দ্রুত আইনী পদক্ষেপ গ্রহণ করছি। শনিবার (১২ অক্টোবর) সকালে রংপুর বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সামগ্রীকভাবে ফেসবুকে প্রচুর গুজব রটানো হচ্ছে। ফেক আইডি খুলে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। প্রকৃত ফ্যাসিবাদী শক্তি রাজপথে পরাজিত হয়ে অনলাইনে তাদের শক্তি প্রদর্শন করছে। আমরা সচেতন হই, মিথ্যা গুজবে কান না দেই। ভূ-রাজনৈতিক কারণে তিস্তা মহাপরিকল্পনা আটকে থাকার বিষয়ে বলেন, অন্তর্বতীকালীন সরকার নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না। দেশের ন্যায্য ও সমতার ভিত্তিতে অন্য যে কোন দেশের সাথে আমরা সম্পর্ক করবো। দু’মাস হয়েছে আমরা দায়িত্ব নিয়েছি। আমাদের সময় দিতে হবে কাজ করার জন্য। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ অনেক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে, আহতদের স্বাস্থ্যসেবার বিষয়ে কাজ করছি। আমরা ধীরে ধীরে সকল বিষয়ে মনোযোগ দেব।রংপুর বিভাগে বৈষম্যের বিষয়ে তিনি বলেন, আমরা অবশ্যই মনে করি রংপুর বিভাগ দেশে দীর্ঘ সময় ধরে অবহেলিত রয়েছে। বিগত সময়ে রংপুরে যে পরিমান বাজেট দেওয়া হয়েছে, তার দ্বিগুন-তিনগুন বাজেট দেওয়া হয়েছে গোপালগঞ্জে। আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা অবশ্যই যে অনুযায়ী কাজ করবো। রংপুর বিভাগ থেকে বৈষম্য ও অবহেলা দূর করবো।