প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ৪:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৪, ৬:১৭ পি.এম
ময়মনসিংহে ভিমরুল কেড়ে নিল বাবাসহ দুই শিশুর প্রাণ

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলায় গত শনিবার দুপুরে ভিমরুলের কামুড়ে পিতাসহ ছেলে ও মেয়ের মৃত্যু হয়েছে। আরেকজন ছেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।১২ অক্টোবর ২০২৪ তারিখে দুধনই এলাকায় এ ঘটনাটি ঘটেছে। তারা হলেন, উপজেলার দুধনই বড় মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম (৪৮) ও তার মেয়ে লাবিবা (৮)। সিফাত উল্লাহ (৫)স্থানীয় সূত্র জানা যায়, দুপুরে আবুল কাশেম ও ছেলে সিফাত উল্লাহ,মেয়ে লাবিবাকে নিয়ে বন্যার পানিতে নৌকায় করে ঘুরতে বের হন। এসময় একটি গাছের নিচ দিয়ে যাওয়ার সময় তারা ভিমরুলের কামুড়ে আহত হন। পরে নৌকা নিয়ে তীরে ভিড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে লাবিবা কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক তাকে রেফার করে আবুল কাশেম কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সেখানে সিফাত উল্লাহ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন