গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরোঃ
বিজয়া দশমীতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।পাঁচ দিনব্যাপী এই দুর্গোৎসব উদযাপন শেষে রোববার (১৩ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিকেল কোম্পানী লিমিটেড(এএফসিসিএল) এর মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে ফার্টিলাইজার লঞ্চঘাটের মেঘনা নদীতে প্রতিমা বিসর্জনে যোগ দিয়েছে সনাতন ধর্মের অনুসারীরা। মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে ৯ অক্টোবর শুরু হয় শারদীয় দুর্গাপূজা। এরপর হাসি-আনন্দ আর পূজা-অর্চনার মধ্যদিয়ে কেটে যায় চারদিন। বিজয়া দশমীতে ‘বিহিত পূজা’ আর ‘দর্পণ বিসর্জনের’ মধ্যদিয়ে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে।পৌরাণিক শাস্ত্র অনুযায়ী, টানা যুদ্ধ করে দশম দিনে দেবী দুর্গা বধ করেছিলেন মহিষাসুরকে। এ জন্য একে বিজয়া দশমী বলা হয়ে থাকে।বিজয়া দশমীতে ‘বিহিত পূজা’ আর ‘দর্পণ বিসর্জনের’ মধ্যদিয়ে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে।পুরাণ অনুযায়ী, এবার দেবী মর্ত্যে এসেছেন পালকি চেপে। আর দেবী মর্ত্য ছাড়ছেন গজে চড়ে।আশুগঞ্জ উপজেলায় এবার ১৩টি মণ্ডপে দুর্গা পূজার আয়োজন করা হয়।