অনলাইন সংস্করণ :
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতদের অর্থ প্রদান চেক হস্তান্তরের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে,ফ্যাসিস্ট সরকারের সঙ্গে যে সমস্ত সাংবাদিকরা সম্পৃক্ত ছিল, উস্কানিদাতা ছিল এবং গণহত্যার সমর্থন করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আরো বলেন শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ছাত্র আন্দোলনে আহত নিহতদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আরো জানান, ঢাকা মেডিকেলে আসার আগে অনেকে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন তাদের সেই খরচও আমরা দিয়ে দেবো।সাংবাদিকদের মামলার প্রসঙ্গে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন যারা সরাসরি ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিল, উস্কানিদাতা ছিল এবং গণহত্যার সমর্থন করেছে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি দাড় করানো হবে। তিনি আরো বলেন কোনো সাংবাদিকের বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো মামলা করা হলে, তা খতিয়ে দেখতে তথ্য মন্ত্রণালয়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে।
দেশবাংলা প্রতিদিন/ইতিমণি